BREAKING NEWS

Friday, May 31, 2019

টেলিভিশনের দামি অভিনেত্রী হচ্ছেন কারিনা


বলিউড তারকারা শুধু বড় পর্দায় নয়, ছোট পর্দায়ও কাজ করবেন এটা চান অনেক ভক্ত। অনেক তারকাই বড় পর্দায় সীমাবদ্ধ থাকেন। তবে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর।
এবার ছোটপর্দাতেও তাকে দেখতে পাবেন দর্শক। টেলিভিশনের নাচের একটি রিয়্যালিটি শোতে কাজ করবেন তিনি। সেখানে বিচারকের ভূমিকা পালন করবেন। আর এই শো-এর জন্যই নাকি কারিনা টিভির সবচয়ে দামি অভিনেত্রী হতে চলেছেন।
এ প্রসঙ্গে সম্প্রতি ভারতের গণমাধ্যমকে একটি সাক্ষাৎকারে কারিনা বলেন, যদি একজন পুরুষ বিচারক নির্দিষ্ট পরিমাণ পারিশ্রমিক পান, তাহলে নারী বিচারকেরও তো তাই পাওয়া উচিত। আমি যতটা সময় ওখানে দেব, তার জন্য যে পারিশ্রমিক নেওয়া উচিত, তাই নিচ্ছি।
সময় দেয়া নিয়ে কারিনা বলেন, তৈমুরের জন্য আটঘণ্টার বেশি কাজ করব না। অনেক সময় ১২ ঘণ্টাও কাজ করতে হয়। কিন্তু সেটা সম্ভব নয়, প্রথমেই বলে দিয়েছি। আর ওরা এত ভাল যে আমার সব শর্তই মেনে নিয়েছে।

First woman finance minister got India


Nirmala Sitaraman has been appointed as India's first woman finance minister. Earlier, he was in charge of the Defense Ministry of the Modi government. Nirmala performed this duties from September 2017 to May 2019.

Singapore-based press release The Straits Times said that on Friday, Prime Minister Narendra Modi chose Nirmala Sitaraman as the finance minister of his government. The former Finance Minister Arun Jaitley has been given this responsibility to overcome his health due to health reasons.

Prior to that, Indira Gandhi was also the finance minister. But he was not an independent finance minister. Besides serving as the Prime Minister, the responsibility of the Ministry of Finance is moderated.

Nirmala Sitaraman took charge once in a while when India's economy is facing a lot of challenges. The problem of unemployment in the country, especially in the extreme, has reached. Analysts believe that in this situation he will have to go through difficult times.

In fact, from 2010 to 2014, Nirmala Sitaraman was the BJP spokesperson. In 2016, he became the member of the Karnataka Rajya Sabha. Earlier, from 2014 to 2016, he was a member of the Rajya Sabha from Andhra Pradesh.

Thursday, May 30, 2019

Imran Tahir first in 44 years


1975 to 2019 11 one-day events in the 44-year history of the one-day cricket World Cup The Twelve World Cup has been screened on Thursday by England-South Africa match. Legendary spinner Imran Tahir has been named as the owner of a unique record on the highest stage of the game.

South Africa captain Faf du Plessis sent England to bat after winning the toss on day two at Kennington Oval.

In this match in London, Protea captain first gave the ball to Imran Tahir This was the first spinner to make the record of ball in the first match of the World Cup. Tahir

England's opener Jonny Bairstow took the second wicket of the match as soon as he took the wicket.
Bangladesh started the match at 3:30 pm on time. The match is being broadcast live on Bangladesh Television (BTV), Gazi Television (GTV), Maasranga Television and Bangladesh Betar.

England lost 96 for one at the end of the 15th over. Joe Root joins the crew with Jason Rai

England XI

Jason Rear, Joe Bairstow, Joe Root, Eoin Morgan (captain) Jos Buttler (wicket-keeper), Ben Stokes, Moin Ali, Chris Woakes, Liam Plunkett, Jofra Archer and Adil Rashid.

South Africa XI

Hashim Amla, Quinton de Kock (wicketkeeper), Aiden Markram, Faf du Plessis (captain), Rasi Van Dusen, JP Duminy, Andy Philhukewo, Dwayne Pretoria, Kagiso Rabda, Lungi Ngigi and Imran Tahir.

Source: RTV NEWS

যুক্তরাষ্ট্রকে নিষেধাজ্ঞা স্থগিতের আহ্বান জানিয়েছে হুয়াওয়ে


যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ডিফেন্স অথরাইজেশন অ্যাক্ট (২০১৯ এনডিএএ) এর ৮৮৯ ধারা চ্যালেঞ্জ প্রক্রিয়া ত্বরান্বিত করে রায় পেতে আদালতে আবেদন (মোশন) করেছে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে। এছাড়াও যুক্তরাষ্ট্র সরকারকে হুয়াওয়ের ওপর রাষ্ট্রীয় নিষেধাজ্ঞা স্থগিত করারও আহ্বান জানিয়েছে তারা।
বুধবার শেনজেনে হুয়াওয়ের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রতিষ্ঠানটির প্রধান আইন কর্মকর্তা সং লিওপিং। তিনি বলেন, ‘সাইবার নিরাপত্তার অজুহাতে হুয়াওয়েকে নিষিদ্ধ করা হলেও সেটা তাদের নেটওয়ার্ক নিরাপদ রাখতে কোনও ভূমিকাই রাখতে পারবে না। তারা নিরাপত্তার বিষয়ে সবাইকে একটি ভুল ধারণা দিচ্ছে এবং প্রকৃত চ্যালেঞ্জের বিষয়ে আমাদের মনোযোগ নষ্ট করছে।’
তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রের রাজনীতিবিদরা একটি প্রাইভেট কোম্পানির বিরুদ্ধে তাদের সব শক্তি প্রয়োগ করছে যা স্বাভাবিক নয়। এমনকি ইতিহাসে কখনও এমন ঘটনা ঘটেনি। হুয়াওয়ে যে তাদের দেশের নিরাপত্তার জন্য হুমকি- এ বিষয়ে যুক্তরাষ্ট্র সরকার কোনও ধরনের প্রমাণ সরবরাহ করতে পারেনি। বিষয়টা এমন যে কোনও প্রমাণ নেই, কিন্তু তারা অভিযোগ বা সন্দেহ করছে।’
আবেদনে হুয়াওয়ের যুক্তি, ২০১৯ এনডিএএ-এর ৮৮৯ ধারাটি শুধুমাত্র হুয়াওয়ের জন্যই করা হয়েছে। এই ধারার মাধ্যমে যুক্তরাষ্ট্রের এজেন্সির প্রতি শুধু হুয়াওয়ের যন্ত্রাংশ ও সেবা ক্রয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি বরং তৃতীয় কোনও পক্ষের (যারা হুয়াওয়ের যন্ত্রাংশ ও সেবা ক্রয় করে) সঙ্গে চুক্তি বা অনুদান দেয়া বা ঋণ দেয়ার ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এমনকি যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে তাদের কোনও সম্পৃক্ততা না থাকলেও এই ধারা কার্যকর হবে। 
গত দুই সপ্তাহ আগে হুয়াওয়েকে যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগের কালো তালিকাভুক্ত (এনটিটি লিস্ট) করার বিষয়েও অনুষ্ঠানে কথা বলেন সং লিওপিং। তিনি বলেন, ‘এটা খুবই বিপজ্জনক উদাহরণ সৃষ্টি করলো যুক্তরাষ্ট্র। আজ তারা টেলিকম খাত ও হুয়াওয়ের সাথে এমন আচরণ করলো। কিন্তু আগামীকাল  অন্য কোনও খাত, কোম্পানি বা অন্যান্য গ্রাহকদের সাথেও তারা এটা করতে পারে।’
তিনি আরও বলেন, ‘ন্যায় বিচারের জন্য বিচার প্রক্রিয়াই সর্বশেষ প্রক্রিয়া। যুক্তরাষ্ট্রের স্বাধীন ও সমন্বিত বিচার প্রক্রিয়ার প্রতি হুয়াওয়ের পূর্ণ আস্থা আছে। আমরা আশা করছি, এনডিএএ-এর ভুলগুলো আদালতের মাধ্যমে সংশোধন করা যেতে পারে।’

News Source: Rtv Online 

Wednesday, May 29, 2019

আরও যেসব কাজে লেবু ব্যবহার করতে পারেন




রোজায় শরবতে লেবু ব্যবহার করা হয়। আর এমনিতে খাবার সঙ্গে এটা খেতে পছন্দ করেন অনেকে। কিন্তু এর বাইরেও লেবু দিয়ে আরও কিছু কাজ করা যায়। দেখে নিন সেরকম কয়েকটি-
  • রান্নাঘরে রাখা বয়াম কিংবা বাটি তেলতেলে হয়ে গেলে মোটা দানার লবণ ছিটিয়ে লেবু ঘষে নিন। দূর হবে তেলতেলে ভাব।
  • ফ্রিজের দুর্গন্ধ দূর করতে ফ্রিজ পরিষ্কার করার পর প্রতি তাকে লেবুর খোসা কুচি রেখে দিন।
  • ঘামের দুর্গন্ধ দূর করতে ব্যবহার করতে পারেন লেবু। সমপরিমাণ লেবুর রস ও পানি একসঙ্গে মিশিয়ে শরীরের যেসব অংশ বেশি ঘামে সেসব অংশ ধুয়ে নিন।
  • চিনির বয়ামে লেবুর খোসার টুকরা অথবা আস্ত লেবু রেখে দিলে চিনি জমাট বাধবে না। 
  • স্টেইনলেস স্টিল পরিষ্কার করতে ব্যবহার করুন লেবু।
  • পোশাক থেকে ঘামের হলদেটে দাগ দূর করতে সমপরিমাণ পানি ও লেবুর রসের মিশ্রণ দিয়ে ধুয়ে নিন।

Content Source: Rtv Lifestyle News

Tuesday, May 28, 2019

কত টাকার মালিক শাহরুখ?



বলিউড বাদশা বলা হয় তাকে। সম্পত্তির হিসেবে সত্যি বাদশা বনে গেছেন শাহরুখ খান।
আর্থিক সাফল্যের দিক থেকে হলিউড তারকা টম হ্যাঙ্কস, জনি ডেপ, জ্যাক নিকলসনকেও পেছনে ফেলে দিয়েছেন শাহরুখ। বিশ্বের দ্বিতীয় সবচেয়ে ধনী সিনে তারকা তিনি।
ধারণা করা হচ্ছে ৫০০০ কোটি টাকার সম্পত্তির মালিক ‘ডন’ খ্যাত অভিনেতা! তার বার্ষিক আয় প্রায়  ২৫৬ কোটি টাকা। শাহরুখের বাড়ি ‘মান্নাত’র মূল্য ২০০ কোটি টাকা।
এর আগে বাড়িতে কিকো গাঁধী নামে এক জন পার্সি থাকতেন। ১৯৯৫ সালে ১৫ কোটি টাকায় বাড়িটি কিনে নেন শাহরুখ।
এরপর দুবাইয়ে ‘পাম জুমেইরা’ নামে তার আরও একটি বাড়ি রয়েছে। অন্যদিকে লন্ডনে ১৩০ কোটি মূল্যের একটি বাড়িও আছে কিং খানের। মুম্বাইয়ে প্রায় ১৫০ কোটি টাকার স্থাবর সম্পত্তিও রয়েছে বাদশা খানের।
এছাড়াও ২০০৮ সালে আইপিএল-এ অভিনেত্রী জুহি চাওলা এবং তার স্বামী জয় মেহেতার সঙ্গে মিলে ‘কলকাতা নাইট রাইডার্স’ কিনেছিলেন শাহরুখ।
মাত্র এক বছরের মধ্যেই সেই ক্রিকেট দলের মূল্য দাঁড়ায় প্রায় ৩০০ কোটি টাকা। বর্তমানে ‘আইপিএল’র সবচেয়ে ধনী দলের অন্যতম হলো ‘কেকেআর’।
শাহরুখের গাড়ির তালিকায় রয়েছে বিএমডাবলু সেভেন সিরিজ, রোলস রয়েস ফ্যালটম ড্রপহেড কুপ, বেন্টলি কন্টিনেন্টাল জিটি ল্যান্ড ক্রুজারসহ পৃথিবীর আনুমানিক সর্বোচ্চ দ্রুতগামী গাড়ি বুগাটি ভ্যেরনও।

বুধবার গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়



পাইপলাইন প্রতিস্থাপনের জন্য আগামীকাল (২৯ মে) বুধবার ভোর ৬টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ৯ ঘণ্টা জয়দেবপুর চৌরাস্তা থেকে বনানী রেলক্রসিং পর্যন্ত সব শিল্প কারখানা ও সিএনজি স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। একইসঙ্গে এর প্রভাবে উত্তরা, জোয়ারসাহারা ও বারিধারা ডিওএইচএস-এর আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকরা কম গ্যাস পাবেন।
তিতাস গ্যাস অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এ বিষয়ে তিতাসের পরিচালক (অপারেশন) মো. কামরুজ্জামান জানান, ‘পাইপলাইন প্রতিস্থাপনের কাজটি সোমবার (২৭ মে) করার কথা থাকলেও শেষ পর্যন্ত তা করা যায়নি। তাই আগামীকাল বুধবার এ কাজ করা হবে। গ্যাসের লাইনে পাইপ প্রতিস্থাপনের কাজ সময় সাপেক্ষ। লাইনে গ্যাস সরবরাহ বন্ধ করে কাজ করতে হয়। তাই বুধবার ওই এলাকার গ্যাস সরবরাহ বন্ধ করা হবে। তবে কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আমরা সরবরাহ স্বাভাবিক করতে চেষ্টা করবো।’
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের কাছে আন্ডারপাস নির্মাণ প্রকল্পের অ্যালাইনমেন্টের মধ্যে বিদ্যমান গ্যাস পাইপলাইন প্রতিস্থাপন করা হবে। এ কাজের জন্য জয়দেবপুর চৌরাস্তা থেকে বনানী রেলক্রসিং পর্যন্ত ১৬ ইঞ্চি ব্যাসের পাইপলাইনের সঙ্গে সংযুক্ত সব শিল্প ও সিএনজি গ্রাহকের গ্যাস সরবরাহ ২৯ মে সকাল ৬টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বন্ধ থাকবে।
এ ছাড়া, ওই সময়ে উত্তরা, জোয়ারসাহারা ও বারিধারা ডিওএইচএস এলাকায় থাকা সব আবাসিক ও বাণিজ্যিক শ্রেণির গ্রাহক স্বল্পচাপে গ্যাস পাবেন। সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস।

Sunday, May 26, 2019

ডিজিটাল পেমেন্ট সিস্টেম চালু করতে যাচ্ছে ফেসবুক


নিজস্ব ক্রিপ্টো-কারেন্সি চালুর পরিকল্পনা চূড়ান্ত করেছে ফেসবুক। আগামী বছর এটা চালু করা হবে।
বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ২০২০ সালের প্রথম ত্রৈমাসিকের মধ্যে অন্তত ১২টি দেশে এই ডিজিটাল পেমেন্ট পদ্ধতি চালুর পরিকল্পনা করেছে বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগ মাধ্যমটি।
আগামী বছর থেকে এটা চালু হলেও চলতি বছরের শেষের দিকেই ক্রিপ্টো-কারেন্সি পরীক্ষামূলকভাবে চালু করবে ফেসবুক। প্রতিষ্ঠানটির অভ্যন্তরে ডিজিটাল পেমেন্ট সিস্টেমটিকে 'গ্লোবাল-কয়েন' হিসেবে ডাকা হচ্ছে।
ক্রিপ্টো-কারেন্সি চালু করতে কিছুদিনের মধ্যেই ফেসবুক তাদের পুরো পরিকল্পনাটি সাজাবে বলে প্রত্যাশা করা হচ্ছে। এজন্য এরই মধ্যে তারা ব্যাংক অব ইংল্যান্ডের গভর্নর মার্ক কার্নির সঙ্গে আলোচনাও করেছে।
গত মাসে ফেসবুকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ কার্নির সঙ্গে দেখা করেন। এসময় তিনি ক্রিপ্টো-কারেন্সি চালুর সুবিধা এবং ঝুঁকি নিয়ে আলোচনা করেন। এছাড়া মার্কিন ট্রেজারি বিভাগের কর্মকর্তাদের কাছ থেকেও এ বিষয়ে পরামর্শ চেয়েছে ফেসবুক।
ডিজিটাল পেমেন্ট সিস্টেম ব্যবহার করে কোনও ব্যাংক অ্যাকাউন্ট ছাড়াই মানুষ যেন সহজেই টাকা আদান-প্রদান করতে পারে সেজন্য ওয়েস্টার্ন ইউনিয়নসহ বিভিন্ন মানি ট্রান্সফার প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে ফেসবুক কর্তৃপক্ষ।

মেসি গোল পেলেও শিরোপা বঞ্চিত বার্সা



একদিন আগে ইউরোপিয়ান গোল্ডেন শু নিজের করে নিয়েছেন লিওনেল মেসি।পুরস্কারটি তুলে নিয়ে জানিয়েছেন, সম্প্রতি চ্যাম্পিয়নস লিগে লিভারপুলের কাছে হারের তিক্ত অভিজ্ঞতা কিছুতেই ভুলতে পারছে না তার দল। এই ক্ষত নিয়েই ভ্যালেন্সিয়ার বিপক্ষে কোপা দেল রে’র ফাইনালে মুখোমুখি হয়েছিল বার্সেলোনা। অধিনায়ক মেসি গোল পেলেও মরার উপর খাড়ার ঘা'র মতো এবার যোগ হয়েছে আরেকটি হার। স্প্যানিশ নক আউট ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা নির্ধারণী ম্যাচে ২-১ এ হারতে হয়েছে বার্সাকে।
রিয়াল বেটিসের মাঠ বেনিতো বিল্লামারিনে শনিবার রাতে প্রথমার্ধে দুই গোলে পিছিয়ে পড়ে কাতালানরা।
ম্যাচের ২১ ও ৩৩ মিনিটে ভেলেন্সিয়ার হয়ে যথাক্রমে কেভিন গেমেরিও ও রদ্রিগো একটি করে গোল তুলে নেন।
ম্যাচে ফেরার জন্য আপ্রাণ চেষ্টা চালাতে থাকে বার্সা। যদিও সফলতা মিলছিল না। 
দ্বিতীয়ার্ধের ৭৩তম মিনিটে কর্নার থেকে বল পেয়ে সুযোগের সৎ ব্যবহার করেন ব্লাউগ্রানা অধিনায়ক মেসি। এনিয়ে মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় ৫১তম গোলটি তুলে নেন আর্জেন্টাইন মহাতারকা।
যদিও স্প্যানিশ জায়ান্টদের হয়ে কেউই গোল তুলতে পারেনি। শেষ পর্যন্ত হারের লজ্জা নিয়েই মাঠ ছাড়তে হয় লা লিগার চ্যাম্পিয়নদের। কোপা দেল রে’র শিরোপা তুলে নেয় ভ্যালেন্সিয়া।

চুম্বনের ছবিতে ক্যাটরিনার শুভেচ্ছা পেলেন করণ


বলিউডের নামী নির্মাতা করণ জোহর। ১৯৯৮ সালে পরিচালনায় ক্যারিয়ার শুরু করেন তিনি। শুরুতেই শাহরুখ খান ও কাজলকে জুটি করে ‘কুছ কুছ হোতা হ্যায়’ ছবিটি নির্মাণ করেন। ছবিটি বলিউডের অন্যতম সেরা ছবির তকমা পেয়েছে। 
আজ ২৫ মে এই পরিচালকের ৪৭তম জন্মদিন। সোশ্যাল মিডিয়াতে তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা শুভেচ্ছা জানাচ্ছেন বরেণ্য এই নির্মাতাকে।
ক্যাটরিনা কাইফও ইনস্টাগ্রামে এই পরিচালকের সঙ্গে ছবি দিয়ে তাকে শুভেচ্ছা জানিয়েছেন এবং দিনটিকে স্মরণীয় করে রাখতে মিষ্টি স্টোরি দিয়েছেন।  
ছবিতে দেখা যায়, তারা একে অপরকে আলিঙ্গন করে আছেন। দুজনের হাসিমাখা মুখই বলে দেয় এই সম্পর্কটা কতটা গাঢ়। এমনকি করণকে ওই ছবিতে ক্যাটরিনাকে চুম্বন করতেও দেখা যায়।
আর ছবির ক্যাপশনে ক্যাটরিনা লিখেছেন, শুভ জন্মদিন করণ জোহর। তুমি অনেক ভালোবাসা এবং সহযোগিতাপরায়ণ মানুষ। আশা করি তুমিও অনেক বেশি ভালোবাসা পাবে যতটা তুমি অন্যদের জন্য করেছো। ভালোবাসি তোমায়।  
আসছে ঈদে ক্যাটরিনা কাইফ তার নতুন ছবি ‘ভারত’ নিয়ে বড় পর্দায় আসছেন। ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন সুপারস্টার সালমান খান। এ ছবির শুটিং শুরু হওয়ার পর থেকেই তাদের বেশ ঘনিষ্ঠভাবে দেখা যাচ্ছে। আলী আব্বাস জাফর পরিচালিত ছবিটি আগামী ৫ জুন মুক্তি পাবে।
টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে 

কাপড়ে লাগা বিভিন্ন দাগ দূর করবেন যেভাবে


আমাদের কাপড়ে বিভিন্ন সময় বিভিন্ন দাগ লাগে। এই দাগ দূর করতে হিমশিম খান অনেকেই। তবে সঠিক পদ্ধতি জানা থাকলে এটা মোটেও কঠিন কিছু হবে না। দেখে নিন কাপড়ে লাগা বিভিন্ন দাগ দূর করবেন যেভাবে-

  • সাদা কাপড়ে কলমের কালির দাগ লাগাটা স্বাভাবিক একটি বিষয়। এ ধরনের দাগ দূর করতে নিচে একটি কাপড় বিছিয়ে নিন। দাগের উপর গ্লাস ক্লিনার স্প্রে করুন এবং কিছুক্ষণ পর ডিটারজেন্ট দিয়ে ভিজিয়ে ধুয়ে ফেলুন।
  • কফির দাগ দূর করতে দাগের ওপর ভিনেগার দিয়ে রেখে দিন কিছুক্ষণ। সাধারণভাবে ধুয়ে ফেলুন। দাগ দূর হয়ে যাবে।
  • কাপড় থেকে ঘামের দাগ দূর করতে অ্যাসপিরিন ট্যাবলেট গুঁড়া করে পানি মিশিয়ে নিন। মিশ্রণটি দাগের ওপর ঘষুন। কিছুক্ষণ পর পরিষ্কার করে ধুয়ে ফেলুন।
  • সাদা কাপড় থেকে লিপস্টিকের দাগ দূর করতে হেয়ার স্প্রে ছিটিয়ে দিন ওপরে। আরেকটি নরম কাপড় দিয়ে ঘষুন। উঠে যাবে দাগ। এছাড়া নেইল পলিস রিমুভার দিয়েও দাগ ওঠাতে পারেন।
  • কাপড় থেকে সসের দাগ দূর করতে দাগের ওপর বেকিং সোডা ছিটিয়ে দিন। ওপরে লিকুইড ডিটারজেন্ট দিয়ে ভিনেগার ও ব্রাশের সাহায্যে ঘষে উঠিয়ে ফেলুন দাগ ।


উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষায় বিরক্ত নন ট্রাম্প


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে ছোটখাটো বিষয় বলে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন যে ছোট অস্ত্র পরীক্ষা করছেন তাতে তিনি বিরক্ত নন। খবর পার্সটুডের।
আমেরিকা ও উত্তর কোরিয়ার মধ্যে যখন পরমাণু ইস্যুতে আলোচনা চলছে তখন পিয়ংইয়ং ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায়। পশ্চিমা অস্ত্র বিশেষজ্ঞরা উত্তর কোরিয়ার এ ক্ষেপণাস্ত্রের সক্ষমতায় বিস্ময় প্রকাশ করেছেন।
গতকাল (শনিবার) জাপান সফরের সময় প্রেসিডেন্ট ট্রাম্প টুইটার পোস্টে নিজের আস্থার কথা জানান। ট্রাম্প বলেন, উত্তর কোরিয়া কিছু ছোট অস্ত্র পরীক্ষা করেছে যাতে আমার কিছু লোকজন বিরক্ত কিন্তু আমি বিরক্ত নই।
ট্রাম্পের এই মন্তব্য কার্যত মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনের বক্তব্যের বিরুদ্ধে গেল। বোল্টন বলেছেন, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাস হওয়া প্রস্তাবের লঙ্ঘন। 
উত্তর কোরিয়া গত ৯ মে দুটি স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে। এর আগে ৪ মে উত্তর কোরিয়ার সেনারা মহড়া চালায়। পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে আমেরিকা এবং উত্তর কোরিয়া দুই দফায় শীর্ষ বৈঠকে বসেছে। তবে কোনও বৈঠকই সফল হয়নি।

RTV ONLINE NEWS
 
Copyright © 2014 Desh-News – 24x7 hours Latest Bangla News Portal. Designed by OddThemes