BREAKING NEWS

Wednesday, May 29, 2019

আরও যেসব কাজে লেবু ব্যবহার করতে পারেন




রোজায় শরবতে লেবু ব্যবহার করা হয়। আর এমনিতে খাবার সঙ্গে এটা খেতে পছন্দ করেন অনেকে। কিন্তু এর বাইরেও লেবু দিয়ে আরও কিছু কাজ করা যায়। দেখে নিন সেরকম কয়েকটি-
  • রান্নাঘরে রাখা বয়াম কিংবা বাটি তেলতেলে হয়ে গেলে মোটা দানার লবণ ছিটিয়ে লেবু ঘষে নিন। দূর হবে তেলতেলে ভাব।
  • ফ্রিজের দুর্গন্ধ দূর করতে ফ্রিজ পরিষ্কার করার পর প্রতি তাকে লেবুর খোসা কুচি রেখে দিন।
  • ঘামের দুর্গন্ধ দূর করতে ব্যবহার করতে পারেন লেবু। সমপরিমাণ লেবুর রস ও পানি একসঙ্গে মিশিয়ে শরীরের যেসব অংশ বেশি ঘামে সেসব অংশ ধুয়ে নিন।
  • চিনির বয়ামে লেবুর খোসার টুকরা অথবা আস্ত লেবু রেখে দিলে চিনি জমাট বাধবে না। 
  • স্টেইনলেস স্টিল পরিষ্কার করতে ব্যবহার করুন লেবু।
  • পোশাক থেকে ঘামের হলদেটে দাগ দূর করতে সমপরিমাণ পানি ও লেবুর রসের মিশ্রণ দিয়ে ধুয়ে নিন।

Content Source: Rtv Lifestyle News

Share this:

Post a Comment

 
Copyright © 2014 Desh-News – 24x7 hours Latest Bangla News Portal. Designed by OddThemes